গাজীপুরে বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটির(প্রস্তাবিত) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ।
গাজীপুর মহানগর,প্রতিনিধি
গাজীপুরে করোনা ভাইরাস প্রতিরোধ জনসচেতনতায়, (প্রস্তাবিত) বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটি উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় গাজীপুর সেন্টাল পাবলিক কলেজে দিন ব্যাপী চিকিৎসা ও করোনা ভাইরাস প্রতিরোধে রোগ প্রতিরোধক ঔষধ প্রদান করা হয়।
এসময় (প্রস্তাবিত) বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটির পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে প্রতিরোধক ঔষধ জেলা প্রশাসক কার্যালয়ে ও প্রদান করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, (প্রস্তাবিত) বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটির প্রধান উদ্যোক্তা ডাঃ সাখাওয়াত ইসলাম ভূঁইয়া।
ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ কামরুল আলম খানের সভাপত্বিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন, গাজীপুর গাজীপুর হোমিওপ্যাথি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মোঃ লোকমান হোসেন, ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডাঃ কামরুল আলম খান, গাজীপুর হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ নজরুল ইসলাম, ডাঃ জনি লতিফ হোসেন জনি সহ অন্যন্যা হোমিও চিকিৎসকগণ।